Surprise Me!

Sri Lanka: লুকিয়ে দুবাইতে পালানোর চেষ্টা, আটকানো হল গোতবয়াকে

2022-08-24 1 Dailymotion

প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষে ইস্তফা দিন। এমনইদাবিতে গোটা শ্রীলঙ্কা জুড়ে চরম বিক্ষোভ শুরু হয়েছে। রিপোর্টে প্রকাশ, শ্রীলঙ্কা ছেড়ে দুবাইতে পালানোর চেষ্টা করছিলেন গোতবয়া রাজাপাক্ষে। কিন্তু বিমানবন্দর থেকে গোতবয়া রাজাপাক্ষে যাতে পালাতে না পারেন, তার ব্যবস্থা করেন সে দেশের অভিবাসন দফতরের কর্মীরা।