Surprise Me!

পঞ্চমীর সকালেই মুদিয়ালিতে অষ্টমীর রাতের ‘ট্রেলার’

2022-09-30 4 Dailymotion

দক্ষিণ কলকতার অন্যতম বড় পুজো। নামে ও ভারে এক কথায় ‘হেভিওয়েট’ বলতে যা বোঝায়, মুদিয়ালি ঠিক তাই। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পর থেকেই মুদিয়ালি ক্লাবের পুজো দেখতে ভিড় জমিয়েছেন উৎসাহী জনতা। সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোর চার দিন আসলে ছবিটা কী হতে চলেছে, পঞ্চমীর সকাল যেন তারই ট্রেলার।