Surprise Me!

সমকামিতা নিয়ে বিরূপ মন্তব্য করা এ বার বন্ধ হোক: ঈশা

2022-10-30 4 Dailymotion

অনেক বদলে গিয়েছে ইন্ডাস্ট্রি, বলছিলেন ঈশা সাহা। ‘হ্যালো’ সিরিজের 'হ্যালো রিমেম্বর মি'তে 'মালিনী' চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন তিনি। "আমাদের ইন্ডাস্ট্রিতেই অনেকে আছেন যাঁদের এখন সমকামিতা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই। সমকাম ঘিরে বিরূপ মন্তব্য বন্ধ হোক। ‘মালিনী' চরিত্র দেখে প্রচুর মেসেজ পেয়েছি। এই চরিত্র করার জন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন। এই চরিত্রটা এতটাই বাস্তব।" কেন মালিনীর পুরনো প্রেমিকা তাঁকে তাড়া করছে? সেই উত্তর সিরিজ বলবে।
সমকামিতা যে স্বাভাবিক, সেটাই মনে করিয়ে দেয় এই সিরিজ।