Surprise Me!

মানসিক চাপের কথা ভেবেই সংসদ ‘ছাত্রবন্ধু’, পড়লেই প্রশ্ন সহজ

2023-03-14 1,495 Dailymotion

লকডাউনের কারণে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। অভিজ্ঞতাই হয়নি, খাতায় কলমে বোর্ডের পরীক্ষা আসলে কেমন হয়। এবার কোভিড পরবর্তী সময়ে স্কুল জীবনের সব থেকে বড় পরীক্ষায় বসছে সেই ‘কোভিড ব্যাচ’। দু’বছরের ‘সীমাবদ্ধ’ জীবন পেরিয়ে অফলাইনে পরীক্ষা। কেমন হল? আত্মবিশ্বাসী পরীক্ষার্থীর জবাব, “সারা বছর পড়লে আবার আনকমনের আর কী আছে...! পরীক্ষার হলে প্রশ্নপত্র আর আমি পারিপার্শ্বিক জগৎ নিয়ে ভাবার দরকার নেই।” পর্যবেক্ষণে এসে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলে গেলেন, “২০২৩ সালে যে সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, তাঁরা কোভিডের কারণে মাধ্যমিক দিতে পারেননি। ছাত্রছাত্রীদের একটা মানসিক চাপ ছিল। সেটার প্রতি সংবেদশীল হয়েই সংসদ সবসময়ই ছাত্রবন্ধু হয়েই চলেছে এবং চলবেও।”