SIR নিয়ে এবার উল্টো সুর অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তিনি জানান 'পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটার আছে, SIR দরকার'। পাশাপাশি জানান 'যেন SIR-এর নাম করে বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত না করা হয়'।