থালাপতি বিজয় আর আমাদের সাকিব-মাশরাফির পার্থক্য কোথায়? Jana Ojana Update News
থালাপতি বিজয় আর আমাদের সাকিব–মাশরাফির পার্থক্য কোথায়?
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় শুধু পর্দার নায়কই নন, রাজনীতিতেও পা রাখতে যাচ্ছেন। বিশাল ভক্তকূল, কোটি কোটি টাকার সিনেমা আর রাজনৈতিক ক্যারিয়ার—সব মিলিয়ে তাঁর অবস্থান অনেক ভিন্ন মাত্রায়।
অন্যদিকে আমাদের দেশের গর্ব সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা—যাঁরা খেলাধুলার মাধ্যমে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন। সাকিব মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার, আর মাশরাফি ক্যাপ্টেন কুল হিসেবে দলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
তাহলে পার্থক্য কোথায়?
বিজয়ের ভক্তকূল সিনেমা আর গ্ল্যামারের জন্য, আর সাকিব-মাশরাফি ক্রিকেট মাঠে ঘাম ঝরিয়ে অর্জন করেছেন সম্মান।
বিজয় রাজনীতির মঞ্চে প্রবেশ করছেন, অথচ মাশরাফি ইতোমধ্যেই সংসদ সদস্য হিসেবে জনসেবা করছেন।
একপাশে বিনোদন ও রাজনীতি, অন্যপাশে খেলাধুলা আর জনসেবা—এই হলো মূল পার্থক্য।
তবে মিলও আছে—তিনজনই কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে আছেন তাঁদের নিজ নিজ ক্ষেত্রে।