৫০০০০ টাকা তোলা না পেয়ে মাছের গাড়ি নিয়ে এ কী করল পুলিশ!
2025-09-08 266 Dailymotion
অভিযোগ একটি ইলিশ মাছ ভর্তি গাড়ি ধরে ৫০০০০ টাকা তোলা চায় মগরা হাট থানার এক পুলিশ আধিকারিক সৈকত রায়। এরপর তোলা না পেয়ে সারারাত আটকে রেখে পরের দিন ডায়মণ্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়ৎ-এ সেই মাছ নিয়ে গেলে তুমুল বিক্ষোভ দেখান মাছ ব্যবসায়ীরা।